Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ:


১।    ক্লাইমেট রিজিলিয়েন্ট পার্টিসিপেটরী এফরেস্টেশন এন্ড রিফরেস্টেশন প্রকল্প (সিআরপিএআরপি)
       কক্সবাজার উত্তর বন বিভাগের অধীন ২০১৪-২০১৫ আর্থিক সালে উক্ত প্রকল্পের আওতায় ৬৪৫.০ হেক্টর বাফারজোন এবং ৪৮৮.০ হেক্টর কোরজোন বাগান সৃজনের নিমিত্ত নার্সারীতে চারা উত্তোলনের কাজ চলিতেছে। বাগান সৃজনের নিমিত্ত জঙ্গল কাটার কাজ সম্পন্ন হইয়াছে। কোরজোন বাগান সৃজনের নিমিত্ত চারা রোপণের কাজ চলিতেচছ। উক্ত বাফারজোন বাগানে উপকারভোগী নির্বাচন কমিটি কর্তৃক বিশ্বব্যাংকের গাইড লাইন অনুযায়ী সামাজিক বনায়ন বিধিমালা-২০০৪ অনুসরণ করতঃ ১৬১৩ জন উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া চলমান আছে। আগামী ২০১৫-২০১৬ আর্থিক সালে ৪৮৮.০ হেক্টর কোর বাগান সৃজনের নিমিত্ত চলতি বৎসর নার্সারী উত্তোলনের কাজ চলিতেছে।

২।    বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোট্যুরিজম উন্নয়ন প্রকল্প
      কক্সবাজার উত্তর বন বিভাগের অধীন ২০১৪-২০১৫ আর্থিক সালে উক্ত প্রকল্পের আওতায় ফুলছড়ি রেঞ্জের অধীন মেধাকচ্ছপিয়া বিটে ১টি গোলঘর, বিভাগীয় বন কর্মকর্তার বাস ভবন চত্বরে ৩০.০ বঃমিঃ ১টি গাড়ীর গ্যারেজ  ও ডুলাহাজারা রেষ্ট হাউজের ২০০.০ মিঃ বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ ঠিকাদার কর্তৃক সম্পন্ন করা হইয়াছে। 

৩।    অনুন্নয়ন ব্যয়
      কক্সবাজার উত্তর বন বিভাগের অধীন ২০১৪-২০১৫ আর্থিক সালে অনুন্নয়ন ব্যয় খাতের আওতায় ৫০.০ হেক্টর স্বল্পমেয়াদী বাগান সৃজনের নিমিত্ত নার্সারীতে চারা উৎপাদন এর কাজ চলিতেছে। বাগান সৃজনের নিমিত্ত জঙ্গল কাটার কাজ সম্পন্ন হইয়াছে। সামাজিক বনায়ন বিধিমালা-২০০৪ অনুসরণ করতঃ ১২৫ জন উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া চলমান আছে।