Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

১. বনজদ্রব্য আহরণ, অপসারণ বা পরিবহন (চলাচল পাশ)

ক) বন বিভাগের সরকারী বনভূমি, সামাজিক বনায়ন কর্মসূচী এবং বন বিভাগের নিয়ন্ত্রণাধীন সরকারি মালিকানাধীন চরভূমি ও সৃজিত বন বাগান হইতে বনজদ্রব্য আহরণ।

খ) সড়ক ও জনপথ, রেলপথ, বাঁধ সংযোগ সড়ক, জেলা পরিষদ সড়ক, স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের সড়কসহ অনান্য সরকারি মালিকানাধীন ভূমি হইতে বনজদ্রব্য আহরণ, অপসারণ বা পরিবহন।

গ) বেসরকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন ভুমি হইতে কোন বনজদ্রব্য আহরণ।

ঘ) চা বাগানের ভূমি হইতে পারমিট ব্যতিত বনজদ্রব্য আহরণ, অপসারণ বা পরিবহন।

২. বনজদ্রব্য মজুদকরনের জন্য ডিপো নিবন্ধন প্রদান।

৩. ফার্নিচার মার্ট, টিম্বার প্রেসেসিং ইউনিট ও ভিনিয়ার ফ্যাক্টরী স্থাপন ও পরিচালনা জন্য লাইসেন্স প্রদান।

৪. আসবাবপত্র চলাচল পাশ প্রদান। 

৫. করাতকল লাইসেন্স প্রদান। 

৬. চিত্রা হরিণ (Spotted Deer) ও হাতি (Elephas maximus) লালন পালনের লাইসেন্স প্রদান। 

৭. কুমির (মিঠাপানির ও নোনাপানির) লালন পালনের লাইসেন্স প্রদান। 

৮. বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ প্রাপ্তি। 

৯. উৎপাদন মুল্যে চারা বিক্রি।