কি সেবা কিভাবে পাবেন
১. বনজদ্রব্য পরিবহন (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০১১ অনুসারেঃ
১.১. বনজদ্রব্য আহরণ, অপসারণ বা পরিবহন (চলাচল পাশ)
ক) বন বিভাগের সরকারী বনভূমি, সামাজিক বনায়ন কর্মসূচী এবং বন বিভাগের নিয়ন্ত্রণাধীন সরকারি মালিকানাধীন চরভূমি ও সৃজিত বন বাগান হইতে বনজদ্রব্য আহরণ করিতে হইলে বিভাগীয় বন কর্মকর্তার নিকট ফরম-৫ বা ক্ষেত্রমতে ফরম-৬ এর মাধ্যমে আবেদন করিতে হইবে। বনভূমি হইতে আহরিত বনজদ্রব্য পরিবহন করিতে হইলে বিভাগীয় বন কর্মকর্তার নিকট হইতে ফরম-১ এ ইস্যকৃত পাশ গ্রহণ করিতে হইবে।
খ) সড়ক ও জনপথ, রেলপথ, বাঁধ সংযোগ সড়ক, জেলা পরিষদ সড়ক, স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের সড়কসহ অনান্য সরকারি মালিকানাধীন ভূমি হইতে বনজদ্রব্য আহরণ, অপসারণ বা পরিবহন করিতে হইলে উক্ত ভূমি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নুন্যতম জেলা পর্যায়ের কর্মকর্তাকে বিভাগীয় বন কর্মকর্তা বরাবর ফরম-৩ এ আবেদন করিতে হইবে।
গ) বেসরকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন ভুমি হইতে ফ্রি লাইসেস্ন ব্যতীত কোন বনজদ্রব্য আহরণ করা যাইবে না। ফ্রি লাইসেন্স এর জন্য ফরম-২ এ বিভাগীয় বন কর্মকর্তার নিকট আবেদন করিতে হইবে। জনসাধারণের নিজস্ব বসত বাটি হইতে আম, কাঁঠাল, কালোজাম, তাল, নারিকেল, সুপারি, খেঁজুর ও শিমুল গাছ আহরণ ও পরিবহণের ক্ষেত্রে কোন ধরণের পূর্ব অনুমতির প্রয়োজন হইবে না।
ঘ) চা বাগানের ভূমি হইতে পারমিট ব্যতিত বনজদ্রব্য আহরণ, অপসারণ বা পরিবহন করা যাইবে না। পারমিটের জন্য বিভাগীয় বন কর্মকর্তার নিকট ফরম-৭ এ আবেদনপত্র দাখিল করিতে হইবে।
(বি.দ্র. সড়ক, মহাসড়ক, রেলপথ, আকাশপথ বা অন্য যে কোন পথে বনজদ্রব্য পরিবহন করার জন্য বিভাগীয় বন কর্মকর্তার নিকট থেকে বনজদ্রব্য চলাচল পাশ সংগ্রহের জন্য লিখিত আবেদন করিতে হইবে।)
১.২. ডিপো নিবন্ধনঃ কোন ব্যক্তি বনজদ্রব্য মজুদ রাখিবার জন্য ডিপো স্থাপন ও পরিচালনা করিবার জন্য নিবন্ধন ফি জমা দিয়ে বিভাগীয় বন কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করে নিবন্ধন করিতে হইবে।
১.৩. ফার্নিচার মার্ট, টিম্বার প্রেসেসিং ইউনিট ও ভিনিয়ার ফ্যাক্টরী স্থাপন ও পরিচালনাঃ বিভাগীয় বন কর্মকর্তার বরাবর ফরম-১১ এ আবেদন করিতে হইবে।
২. আসবাবপত্র চলাচল পাশঃ
নির্দিষ্ট ফরমে বিভাগীয় বন কর্মকর্তা বরাবর আবেদন করিতে হইবে।
৩. করাতকল লাইসেন্সঃ
করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ অনুসারে বিভাগীয় বন কর্মকর্তা বরাবর নির্দিষ্ট ফরমে আবেদন করিতে হইবে।
৪. চিত্রা হরিণ (Spotted Deer) ও হাতি (Elephas maximus) লালন পালনের লাইসেন্সঃ
হরিণ ও হাতি লালন-পালন বিধিমালা, ২০১৭ অনুসারে ব্যক্তি পর্যায়ে বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম এর বিভাগীয় বন কর্মকর্তা বরাবর এবং খামার পর্যায়ে বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা এর বন সংরক্ষক বরাবর নির্দিষ্ট ফরমে আবেদন করিতে হইবে।
৫. কুমির (মিঠাপানির ও নোনাপানির) লালন পালনের লাইসেন্সঃ
কুমির লালন-পালন বিধিমালা, ২০১৯ অনুসারে ব্যক্তি পর্যায়ে বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম এর বিভাগীয় বন কর্মকর্তা বরাবর এবং খামার পর্যায়ে বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা এর বন সংরক্ষক বরাবর নির্দিষ্ট ফরমে আবেদন করিতে হইবে।
৬. বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ প্রাপ্তিঃ
বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরন বধিমালা, ২০২১ অনুসারে সংশ্লিষ্ট ফরেস্ট অফিসের রেঞ্জ কর্মকর্তা বা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর ক্ষতির বিস্তারিত বিবরণসহ নির্দিষ্ট ফরমে আবেদন করিতে হইবে।
ক্ষতিপূরণের ধরণ ও নির্ধারনের হার
ক্রমিক নং |
ক্ষতির ধরণ |
ক্ষতিপূরণের পরিমাণ |
(ক) |
মৃত ব্যক্তির ক্ষেত্রে |
৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) |
(খ) |
গুরুতর আহত ব্যক্তির ক্ষেত্রে |
অনধিক ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) |
(গ) |
সরকারি বনাঞ্চলের বাইরে লোকালয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ ক্ষতিগ্রস্ত হইলে |
অনধিক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) |
৭. উৎপাদন মুল্যে চারা বিক্রিঃ
বন বিভাগের উপজেলা সামাজিক বনায়ন নার্সারী হইতে চারা সংগ্রহ করা যাইবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস