Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কোটেশন বিজ্ঞপ্তি
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়
কক্সবাজার উত্তর বন বিভাগ।
 
 
কোটেশন ডকুমেন্ট
 
কাজের বিবরণ
 
২০১৭-২০১৮ আর্থিক সনে কক্সবাজার উত্তর বন বিভাগে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় বিবিধ মালামাল ও দ্রব্যাদি সরবরাহের কোটেশন।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
কোটেশন বিজ্ঞপ্তি নং-১২ অব ২০১৭-১৮ তারিখঃ ০৬/০৫/২০১৮ ইং।
 
 
 
কোটেশনদাতার নাম ও ঠিকানা ঃ
 
তারিখ ঃ           
 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়
কক্সবাজার উত্তর বন বিভাগ।
কোটেশন বিজ্ঞপ্তি নং ১২ অব ২০১৭-২০১৮               তারিখঃ ০৬/০৫/২০১৮ইং।
 
কক্সবাজার উত্তর বন বিভাগে ২০১৭-২০১৮ অর্থ বছরে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় বাগান সৃজনের জন্য বিবিধ মালামাল ও দ্রব্যাদি সরবরাহের নিমিত্ত প্রস্তুতকারী/সরবরাহকারী/ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিকট হইতে “পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮” মোতাবেক সীলমোহরকৃত বদ্ধখামে কোটেশন আহবান করা যাইতেছে।
 
 
০১। মন্ত্রণালয় ঃ পরিবেশ ও বন মন্ত্রণালয়
০২। সংস্থা ঃ বন অধিদপ্তর
০৩। সংগ্রাহক সংস্থার নাম ঃ বিভাগীয় বন কর্মকর্তা, কক্সবাজার উত্তর বন বিভাগ।
০৪। সংগ্রাহক সংস্থার জেলার নাম ঃ কক্সবাজার জেলা
০৫। কোটেশন পদ্ধতি ঃ কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতি (জঋছ)
০৬। কাজের নাম ঃ নার্সারীতে চারা উত্তোলনের জন্য বিবিধ মালামাল ও দ্রব্যাদি সরবরাহ (তফসীল অনুসারে)
০৭। কোটেশন বিজ্ঞপ্তি নং ও তারিখ ঃ ১২ অব ২০১৭-২০১৮ তারিখ ০৬/০৫/২০১৮ইং।
০৮। কোটেশন প্রচারের তারিখ ঃ ০৬/০৫/২০১৮ইং
০৯। কোটেশনদাতার বিশেষ যোগ্যতা ঃ কোন সরকারী/আধা সরকারী প্রতিষ্ঠানে তফসীলোক্ত বিবিধ মালামাল ও দ্রব্যাদি সরবরাহ কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান/সংস্থা হতে হবে।
১০। কর্মের খাত ঃ উন্নয়ন প্রকল্প (জিওবি)
১১। অর্থের উৎস ঃ জিওবি
১২। কোটেশন সিডিউল প্রাপ্তির স্থান ঃ রেঞ্জ কর্মকর্তা, শহর রেঞ্জ, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, কক্সবাজার উত্তর বন বিভাগ।
১৩। কোটেশন গ্রহণকারী অফিসের নাম                                    ঃ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, কক্সবাজার উত্তর বন বিভাগ,কক্সবাজার।
১৪। কোটেশন সিডিউল সংগ্রহের শেষ তারিখ ও সময়                          ঃ ০৯/০৫/২০১৮ ইং বিকাল ৫-০ ঘটিকা পর্যন্ত।
১৫। কোটেশন দাখিলের শেষ তারিখ ও সময় ঃ ১০/০৫/২০১৮ ইং বেলা ১২-০ ঘটিকা পর্যন্ত (অফিস চলাকালীন সময়)।
১৬। কোটেশন খোলা ও মূল্যায়নের তারিখ,সময় ও স্থান ঃ ১০/০৫/২০১৮ইং বেলা ১২.৩০ ঘটিকায়, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়,কক্সবাজার      উত্তর  বন বিভাগ, কক্সবাজার। আগ্রহী কোটেশনদাতা বা তার প্রতিনিধি ইচ্ছা করিলে এ সময় উপস্থিত থাকিতে পারিবেন।
১৭। কার্য সম্পাদনের সময় ঃ তফসীল অনুসারে।
১৮। কার্য সম্পাদনের স্থান ঃ মেধাকচ্ছপিয়া বনাঞ্চল, ফুলছড়ি রেঞ্জ, কক্সবাজার উত্তর বন বিভাগ।
১৯। বিশেষ শর্তাবলী ঃ ১. কোটেশন সংক্রান্ত যাবতীয় শর্তাবলী নিন্মস্বাক্ষরকারীর দপ্তরে অফিস চলাকালীন সময় (সরকারী ছুটির দিন ব্যতীত) জানিতে ও দেখিতে পারা  যাইবে এবং বিনা মূল্যে রেঞ্জ কর্মকর্তা, শহর রেঞ্জের নিকট হইতে কোটেশন ডকুমেন্ট সংগ্রহ করা যাইবে।
২. নিন্মস্বাক্ষরকারী যে কোন কোটেশন গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
৩. কোটেশন বিবেচনায় “ঞযব চঁনষরপ চৎড়পঁৎবসবহঃ জবমঁষধঃরড়হ ২০০৮ ”  
    অনুসরণ করা হইবে।
 
 
কাজের তফসীল
ক্রমিক নং বিবিধ মালামাল ও দ্রব্যাদির স্পেসিফিকেশন ও সংখ্যা/পরিমান
সরবরাহের মেয়াদ
১. চারা ক্রয় (অর্জুন, আমলকি, হরিতকি, বহেরা, কালোজাম, চাপালিশ, জামরুল, হারগোজা, লটকন, ছাতিম, জলপাই, জাম্বুরা, ডেউয়া) ১৬,০০০টি কার্যাদেশ প্রদানের 
৩(তিন) দিনের মধ্যে সরবরাহ করিতে হইবে।
২. চারা পরিবহন(সাইট পর্যন্ত) ১৬,০০০টি
৩. ইউরিয়া ১৬০.০ কেজি
৪. পঁচা গোবর ৮০০০.০ কেজি
৫. টি এস পি সার ১৬০.০ কেজি
৬. এম পি সার ৮০.০ কেজি
৭. সুতলী ১০.০ কেজি
৮. খুটি( র্৪-র্৫) লম্বা ১৬০০০টি
 
 
 
(হক মাহবুব মোরশেদ)
বিভাগীয় বন কর্মকর্তা
কক্সবাজার উত্তর বন বিভাগ
 
 
 
পত্র নং ২২.০১.২২০০.৭০১.                  তারিখঃ ০৬/০৫/২০১৮ইং
 
 
অনুলিপি অবগতি ও বহুল প্রচারের নিমিত্তে নিম্নলিখিত মহলে প্রেরণ করা হইলঃ-
 
১। প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর,  ঢাকা-১২০৭।
২। সকল উপ-বন সংরক্ষক, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর,  ঢাকা-১২০৭।
৩। প্রকল্প পরিচালক, বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্প ও বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। 
৪। সকল বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম ও রাংগামাটি অঞ্চল।
৫। জেলা প্রশাসক, কক্সবাজার।
৬। পুলিশ সুপার, কক্সবাজার।
৭। সহকারী বন সংরক্ষক, কক্সবাজার উত্তর বন বিভাগ।
৮। কোটেশন মূল্যায়ন কমিটির সকল সদস্য।
৮। সকল রেঞ্জ কর্মকর্তা, কক্সবাজার উত্তর বন বিভাগ।
৯। নোটিশ বোর্ড।
১০। জনাব/মেসার্স ......................................................................
 
 
 
(হক মাহবুব মোরশেদ)
বিভাগীয় বন কর্মকর্তা
কক্সবাজার উত্তর বন বিভাগ
 
কক্সবাজার উত্তর বন বিভাগ
কোটেশন সিডিউল
 
কক্সবাজার উত্তর বন বিভাগে ২০১৭-২০১৮ ইং আর্থিক সনে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় বাগান সৃজনের জন্য রাসায়নিক সার, বন্যপ্রাণীর খাদ্য উপযোগী চারা সরবরাহ (সাইট পর্যন্ত পরিবহনসহ) ইউরিয়া, টিএসপি, এমপি, পঁচাগোবর, খুটি,  সুতলী ইত্যাদি ক্রয় সরবরাহের কোটেশন।
 
১. কোটেশন বিজ্ঞপ্তি নং- ১২/২০১৭-২০১৮                      তারিখ ঃ- ০৬/০৫/২০১৮ইং।
 
২. কোটেশনদাতার ব্যবসা প্রতিষ্ঠানের নাম ঃ.....................................................................                                                                                                                                                      ........................................................................................................................
 
৩. কোটেশনদাতার স্থায়ী ঠিকানাঃ................................................................................... 
     ........................................................................................................................
 
 
৪. দরদাতা/ঠিকাদার/ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নং-                       তারিখ-
 
৫. কোটেশনদাতা কর্তৃক দাখিলকৃত কোটেশনে চারা, ইউরিয়া সার, পঁচাগোবর, টিএসপি, এমপি, সুতলী ও খুটি উদ্বৃত দর/মূল্য ঃ
 
 
 
কাজের তফসীল
ক্রঃ নং বিবরণ পরিমান একক দর মোট মূল্য
১. চারা ক্রয়(অর্জুন, আমলকি, হরিতকি, বহেরা, কালোজাম, চাপালিশ, জামরুল, হারগোজা, লটকন, ছাতিম, জলপাই, জাম্বুরা, ডেউয়া) ১৬,০০০টি
২. চারা পরিবহন (সাইট পর্যন্ত ) ১৬,০০০টি
৩. ইউরিয়া ১৬০.০ কেজি
৪. পঁচা গোবর ৮০০০.০ কেজি
৫. টি এস পি সার ১৬০.০ কেজি
৬. এম পি সার ৮০.০ কেজি
৭. সুতলী ১০.০ কেজি
৮. খুটি( র্৪-র্৫) লম্বা ১৬০০০.০টি
 
মং- ............................. কথায়...................................................................................................
 
 
৬. কোটেশনদাতা কর্তৃক কোটেশনের সহিত দাখিলকৃত কাগজপত্রের বিবরণ ঃ-
 
ক)
  খ)
  গ)
  ঘ)
ঙ)
চ)
ছ)
জ)
 
আমি/আমরা কোটেশনের শর্তাবলী ইত্যাদি পড়িয়া/বুঝিয়াছি। কোটেশনের শর্তাবলী ও বিবরণাদি সম্পূর্ণভাবে অবগত হইয়া এই কোটেশন স্বাক্ষর ও দাখিল করিলাম। আমি/আমরা আরো অবগত হইলাম যে, আপনি সর্বনিম্ন বা যে কোন কোটেশন/দর/মূল্য প্রস্তাব গ্রহণ করিতে বাধ্য নহেন।   
 
 
কোটেশনদাতার স্বাক্ষর
                                                                             কোটেশনদাতার/প্রতিষ্ঠানের সীল ।
শর্তাবলী
(কোটেশন বিজ্ঞপ্তি নং-১২/২০১৭-১৮ তারিখঃ ০৬/০৫/২০১৮ইং)
০১। কোটেশন আগামী ১০/০৫/২০১৮ইং তারিখ বেলা ১২.০ ঘটিকা পর্যন্ত অত্র কার্যালয়ে রক্ষিত কোটেশন বাক্সে গ্রহণ করা হইবে এবং ঐ দিন বেলা ১২.৩০ ঘটিকার সময় কোটেশন বাক্স খোলা হইবে কোটেশন দাতাগণ ইচ্ছা করিলে কোটেশন বাক্স খোলার সময় উপস্থিত থাকিতে পারিবেন। 
০২। কোটেশন দাতাকে কোটেশনের সংগে নিম্নলিখিত দলিল পত্রের সত্যায়িত ফটোকপি অবশ্যই দাখিল করিতে হইবে। তবে তলবমত মূল সনদপত্র দাখিল করিতে হইবে এবং তাহার সঠিকতা সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করা হইতে পারে।
(ক) আর্থিক স্বচ্ছলতার স্বপক্ষে যে কোন তফসিলী ব্যাংক হইতে সদ্য গ্রহীত সনদ পত্রের সত্যায়িত কপি।
(খ) হালানাগাদ নবায়নকৃত ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি। 
(গ) হালনাগাদ আয়কর সনদপত্রের সত্যায়িত কপি।
(ঘ) ভ্যাট রেজিষ্ট্রেশন সনদপত্রের সত্যায়িত কপি।
(ঙ) বিবিধ মালামাল ও দ্রব্যাদি সরবরাহ কাজের অভিজ্ঞতার সনদপত্র।
০৩। অসম্পূর্ণ কোটেশন বাতিল বলিয়া গণ্য হইবে।
০৪। কোটেশন ছক পুরণে অস্পষ্ট, ওভার রাইটিং, কাটাকাটি এবং দ্বৈত অক্ষরে লেখা অথবা অন্য কোন প্রকার ভূল/ত্রুটি থাকিলে কোটেশন গ্রহণ করা বা না করা সম্পূর্ণ নিম্নস্বাক্ষরকারীর বিবেচনাধীন থাকিবে।
০৫। যাহার কোটেশন গৃহীত হইবে তাহাকে কার্যাদেশ প্রদানের তারিখ হইতে উল্লেখিত কার্য সম্পাদনের মেয়াদের মধ্যে সংশ্লিষ্ট সরবরাহ কাজ সম্পাদন করিতে হইবে। বিভাগীয় বন কর্মকর্তা, কক্সবাজার উত্তর বন বিভাগ ইচ্ছা করিলে কার্যকাল বর্ধিত করিতে পারিবেন এবং সমীচীন মনে করিলে এহেন সময় বর্ধণের জন্য বিলের অংক হইতে সবোর্চ্চ ৫% হারে বর্ধিত ফি আদায় করিতে পারিবেন।
০৬। সর্বনিম্ন অথবা যে কোন আংশিক বা সম্পূর্ণ কোটেশন গ্রহণ করা বা না করা নিম্নস্বাক্ষরকারী এখতিয়ারভুক্ত। ইহার জন্য তিনি কাহাকেও কোন কারণ দর্শাইতে বাধ্য নহেন।
০৭। নিম্নস্বাক্ষরকারী প্রয়োজনবোধে বর্ণিত বিবিধ মালামাল ও দ্রব্যাদি এবং যে কোন দফাভূক্ত বিবিধ মালামাল ও দ্রব্যাদি বাদ দিতে অথবা দফা সংশোধন করিতে পারিবেন এবং প্রয়োজনবোধে স্থান পরিবর্তন করিতে পারিবেন। পরিবর্তিত স্থানে কোটেশন দাতা বিবিধ মালামাল ও দ্রব্যাদি সরবরাহ করিতে বাধ্য থাকিবেন। অত্র দপ্তর কর্তৃক নির্ধারিত কেন্দ্রসমূহের বাগান এলাকায় সরাসরি  সরবরাহকৃত বিবিধ মালামাল ও দ্রব্যাদি পৌঁছাইয়া দিতে হইবে।
০৮। নিম্নস্বাক্ষরকারী বাজেট হ্রাস-বৃদ্ধি জনিত কারণে বর্ণিত বিবিধ মালামাল ও দ্রব্যাদি এর পরিমাণ বাড়াইতে 
           অথবা কমাইতে পারিবেন।
০৯। যদি কোটেশন দাতা কার্যাদেশ পাওয়ার পর অত্র কোটেশনের দেয় শর্তানুযায়ী উল্লেখিত কাজ সম্পাদনে ব্যর্থ হন বা যদি তাহার কাজের অগ্রগতি ও গুণগতমান সন্তোষজনক না হয় তবে তাহার আদেশ বাতিল করা নিম্নস্বাক্ষরকারীর এখতিয়ারভুক্ত। এহেন পরিস্থিতিতে উক্ত কাজ বিভাগীয় পর্যায়ে সম্পাদনের ব্যবস্থা গ্রহণ করা হইবে।
১০। কার্যাদেশে বর্ণিত কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতঃ সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তাকে সবিস্তারে সমজাইয়া দিতে হইবে
১১। বর্ণিত কাজের জন্য কোটেশন দাতাকে কোন অগ্রিম প্রদান করা হইবে না। সরবরাহ কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর ৩ (তিন) প্রস্থ বিল সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এর মাধ্যমে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে পেশ করিতে হইবে। বিলের টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হইবে।
১২। দৈব দূর্বিপাকে, প্রাকৃতিক অথবা অনিয়মতান্ত্রিক দূর্ঘটনার কারণে সংশ্লিষ্ট কাজের প্রেক্ষিতে কোটেশন দাতার কোন ক্ষতি হইলে উহার জন্য নিম্নস্বাক্ষরকারী কোন অবস্থাতেই দায়ী থাকিবেন না। 
১৩। কোটেশন পত্রে উল্লেখিত কাজের আদেশ দেওয়া বা না দেওয়া নিম্নস্বাক্ষরকারীর এখতিয়ারভুক্ত, ইহার জন্য তিনি কাহাকেও কোন কারণ দর্শাইতে বাধ্য নহেন।
১৪। বিবিধ মালামাল ও দ্রব্যাদি এর মান সঠিক থাকার বিষয়ে লিখিত অনুমোদন গ্রহণ করিতে হইবে। এহেন লিখিত অনুমোদন ব্যতিরেকে বিবিধ মালামাল ও দ্রব্যাদি সরবরাহ করা হইলে কোটেশন দাতাকে এতদসংগে সৃষ্টি জটিলতার জন্য ব্যক্তিগতভাবে দায়ী করা হইবে। 
১৫। শর্ত/শর্তসমূহে কোন ত্রুটি থাকিলে উহার সংশোধন করার ক্ষমতা নিম্নস্বাক্ষরকারীর থাকিবে।
১৬। নির্ধারিত হারে সংশ্লিষ্ট কাজের জন্য আয়কর, ভ্যাট বা সরকার কর্র্তৃক নির্ধারিত অন্য কোন শুল্ক/কর প্রদেয় হইলে তাহা কোটেশন দাতার বিল পরিশোদের সময় উহা আদায় করা হইবে।
১৭। কার্যাদেশে নির্ধারিত সময়ের মধ্যে বর্ণিত কাজ সম্পন্ন করিতে ব্যর্থ হইলে নিম্নস্বাক্ষরকারী তাহা বাতিল করিয়া বিভাগীয় পর্যায়ে বর্ণিত কাজ সম্পাদনের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। ইহাতে কোটেশন দাতার কোন প্রকার ওজর আপত্তি আইনতঃ গ্রাহ্য হইবে না।
১৮। কোটেশন উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে গ্রহণ করা হইবে। সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ও আর্থিক মঞ্জুরী পাওযার পর কার্যাদেশ প্রদান করা হইবে।
১৯। কোটেশন দাতা কর্তৃক উদ্বৃত দর ২০১৭-২০১৮ ইং সনের ৩০/৬/২০১৮ইং পর্যন্ত বলবৎ থাকিবে। নির্ধারিত/প্রাক্কলিত দরের উর্দ্ধের কোন দর গ্রহণযোগ্য হইবে না।
২০। গৃহীত কোটেশনদাতা কার্যাদেশ প্রাপ্তির ৩(তিন) দিনের মধ্যে বিবিধ মালামাল ও দ্রব্যাদি সরবরাহ করিতে হইবে।
২১। কোটেশন ছক সংগ্রহ/কোটেশন গ্রহণের সময়ে কোন সরকারী কাজে বাঁধা সৃষ্টি করিলে বা কাহাকেও ভয় ভীতি প্রদর্শন, কোটেশন দাখিলে বাঁধা দিলে তাহাকে/তাহাদিগকে পুলিশে সোপর্দ করা হইবে।
 
২২। অত্র কার্যালয়সহ যে কোন সরকারী অথবা বে-সরকারী  প্রতিষ্ঠাণে সংশ্লিষ্ট কোটেশন দাতাদের বিরুদ্ধে ইতিপূর্বে যে কোন প্রকার অসৎ কার্যকলাপ পরিলক্ষিত হইয়াছে জানা গেলে তাহার/তাহাদের কোটেশন অগ্রহণযোগ্য হইতে পারে।
২৩। কোটেশন দাতাকে অত্র নোটিশে বর্ণিত সকল শর্তাবলী পুংখানুপুংখভাবে মানিয়া চলিতে বাধ্য থাকিয়া কোটেশন দাখিল করিতে হইবে।
২৪। সংশ্লিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও আর্থিক মঞ্জুরী না পাওয়া পর্যন্ত এবং যথোপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক কোটেশন গৃহীত না হওয়া পর্যন্ত কার্যাদেশ দেওয়া হইবে না। 
২৫। কোটেশন বিবেচনায় “ঞযব চঁনষরপ চৎড়পঁৎবসবহঃ জঁষবং, ২০০৮” অনুসরণ করা হইবে।
২৬। বর্ণিত কোটেশন পত্রের শর্ত, কার্য সম্পাদন, কাজের বিবরণ ইত্যাদি বিষয়ে উত্থাপিত আপত্তির ক্ষেত্রে প্রকল্প পরিচালক, বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্প এর কর্তৃক দেওয়া সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
 
 
 
(হক মাহবুব মোরশেদ)
বিভাগীয় বন কর্মকর্তা
কক্সবাজার উত্তর বন বিভাগ 
প্রকাশের তারিখ
08/05/2018
আর্কাইভ তারিখ
20/05/2018